মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ দেওয়া শিক্ষক মাসুকার স্মরণে ব্রাহ্মণবাড়িয়া কলেজে শোকসভা
নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া: জীবনের ঝুঁকি নিয়ে শিশুদের বাঁচাতে গিয়ে প্রাণ হারানো শিক্ষক মাসুকা বেগম নিপুর স্মরণে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে এক আবেগঘন শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন মাসুকার সহপাঠী, শিক্ষকবৃন্দ ও স্বজনেরা। মাসুকা ছিলেন কলেজটির ইংরেজি বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের ছাত্রী।

সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. জেড. এম. আরিফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ ও ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শাহআলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংলিশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
শোকসভায় মাসুকার সাবেক সহপাঠী ও শিক্ষকরা বলেন, ছোট ছোট শিশুদের জীবন বাঁচাতে গিয়ে মাসুকা যে আত্মত্যাগ করেছেন, তা জাতির জন্য এক অনন্য উদাহরণ। তার এই আত্মদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তব্য দেন ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী নজরুল ইসলাম, জামাল উদ্দিন, মো. সোলায়মান হোসেন শিপু, মারুফ আহমেদ হাজারী, দোলোয়ার হোসেন, নিহত মাসুকার ভাগ্নি ও কলেজ শিক্ষিকা ফাহমিদা খানম নিধি এবং ভগ্নিপতি খলিলুর রহমান।
বক্তারা বলেন, মাসুকা শুধু একজন শিক্ষিকা ছিলেন না-তিনি ছিলেন এক মানবিক ও হৃদয়বান মানুষ। শিক্ষা ছিল তার ভালোবাসা, তাঁর আত্মপরিচয়। তারা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মাসুকার স্মরণে একটি স্মৃতিফলক বা স্থায়ী স্মারক স্থাপনেরও দাবি জানান।
আলোচনার পর মাসুকার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অধ্যাপক মো. শাহআলম।