মাইলস্টোন ট্র্যাজেডি: জাতির অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য বাউবি উপাচার্যের
মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে শিক্ষার্থী নিহত: বাউবি উপাচার্যের গভীর শোক
নিজস্ব প্রতিবেদক: ঢাকার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, “নিষ্পাপ শিক্ষার্থীদের প্রাণহানির এই মর্মান্তিক ঘটনা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। সম্ভাবনাময় তরুণ প্রাণগুলোর অকাল মৃত্যু আমাদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার, বন্ধু, সহপাঠী ও সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই গভীর সহানুভূতি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকেও এই শোকাবহ সময়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে আরও জানায়, “এই ধরনের দুঃখজনক দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।”
বিআলো/তুরাগ