মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে মান্দায় বিএনপির বিশেষ দোয়া মাহফিল
এ.বি.এস রতন, নওগাঁ প্রতিনিধি:বরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে নওগাঁর মান্দায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার প্রসাদপুর তিনমাথায় প্রাথমিক শিক্ষক সমিতি হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মান্দা উপজেলা শাখা।
দোয়ার আগে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম.এ মতীন। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল।
আলোচনায় আরও অংশ নেন সাবেক উপজেলা সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু, সদস্য বেলাল হোসেন খান, এ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, কাজী আমিনুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
আলোচকরা বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তারা জাতির এক অপূরণীয় ক্ষতির স্মারক হয়ে থাকবেন। বিএনপি সবসময় মানবিক বিষয়ের পাশে আছে।”
আলোচনা ও দোয়া মাহফিলে যুবদল, কৃষক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ