• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত: প্রকাশিত পূর্ণাঙ্গ তালিকা 

     dailybangla 
    27th Jul 2025 7:14 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয়সহ ছয় পৃষ্ঠার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। রোববার বিকেলে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের স্বাক্ষরে এ তালিকা গণমাধ্যমে প্রকাশ করা হয়।

    মাইলস্টোন কলেজের প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনায় মোট ৩২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে-২৬ জন শিক্ষার্থী, ৩ জন অভিভাবক, ২ জন শিক্ষক, ১ জন অফিস স্টাফ (আয়া)।

    দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ৫৮ জন।
    তাদের মধ্যে, ৪৯ জন এখনও চিকিৎসাধীন, এর মধ্যে ৩ জন আইসিইউতে, যাদের অবস্থা আশঙ্কাজনক, বাকি ৪৬ জন ওয়ার্ডে ভর্তি, ৯ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

    এই ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ২৩ জুলাই একটি তদন্ত কমিটি গঠন করে।
    অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম কমিটির সভাপতি এবং শিক্ষক ও অভিভাবকদের নিয়ে গঠিত কমিটি তিন কর্মদিবসের তদন্ত শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করে।

    ভাইস-প্রিন্সিপাল (অ্যাডমিন) মোহাম্মদ মাসুদ আলম বলেন, আমরা স্বজনহারাদের পাশে আছি। কলেজের পক্ষ থেকে সকল আহতের চিকিৎসা, নিহতদের পরিবারের ক্ষতিপূরণ ও মানসিক সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে।

    কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পরিবার, শিক্ষার্থী ও সাংবাদিকদের কাছে সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণের অনুরোধ জানিয়েছে। তারা বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় ক্ষতিপূরণ ও তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেছে।

     

    মাইলস্টোনের প্রতিবেদনে আহত-নিহতদের তালিকা

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031