• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাগুরায় ইজিবাইকের ব্যবহার বাড়ছে 

     dailybangla 
    22nd Oct 2024 11:46 pm  |  অনলাইন সংস্করণ

    এস এম শিমুল রানা, মাগুরা: মাগুরায় দিন দিন ইজিবাইকের ব্যবহার বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে জ্যাম-দুর্ভোগ। মাগুরা শহরের ঢাকার রোড থেকে চৌরঙ্গী পর্যন্ত সড়কে যত্রতত্র ইজিবাইক দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করানো হয়। শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা চৌরঙ্গী হতে ভায়না মোড় পর্যন্ত ভিড় থাকে। ভায়না মোড় এখন ইজিবাইকের স্ট্যান্ডে পরিণত হয়েছে। এসব কারণে সড়কের উভয় পাশে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। জানা গেছে, গত ছয় বছর আগে আনুমানিক ৪শ’ থেকে সাড়ে চারশো ইজিবাইকের নিবন্ধন দেওয়া হয়েছিল। তবে অবৈধভাবে নেমেছে আরো কয়েক হাজার। দিনদিন বাড়ছে অনুমোদনহীন এসব ইজিবাইকের চলাচল।

    পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে চালক ও ইজিবাইককে নিবন্ধনের আওতায় আনার জন্য আবেদনপত্রের আহ্বান জানায় পৌরসভা। ইজিবাইক গাড়ি ও চালকসহ প্রায় চার হাজার ৪০০ আবেদন জমা পড়ে। বর্তমানে নিবন্ধনহীন অন্তত সাড়ে তিন থেকে চার হাজার ইজিবাইক শহরের বিভিন্ন রাস্তায় চলাচল করছে। এ কারণে যানজটও প্রতিদিন তীব্র আকার ধারণ করছে।

    গত সোম ও মঙ্গলবার (২১ ও ২২ অক্টোবর) সকাল থেকে সরেজমিনে ঘুরে দেখা যায়, পৌর শহরের প্রধান সড়কের ভায়না মোড় থেকে চৌরঙ্গী পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে ইজিবাইকের সবচেয়ে বেশি চলাচল। এ কারণে প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চৌরঙ্গী সড়ক রাস্তায় এলোমেলোভাবে ইজিবাইক দাঁড়িয়ে আছে। এমনকি পথচারীদের চলাচলের জন্যও কোনো জায়গা নেই।

    শুধু এ সড়কেই নয় শহরের পুরাতন বাজার, থানার সামনে, মাগুরা সরকারি কলেজের সামনে, জজকোর্টের সামনে, চৌরঙ্গীর মোড়, ঢাকার রোড, ভায়নার মোড়, হাসপাতালের সামনে, নতুন বাজার, সড়কেও একই রকম দৃশ্য দেখা যায়। ভায়নার মোড় অতিক্রম করেই শহরের ভেতরের সড়ক সরকারি বেসরকারি হাসপাতাল, বিভিন্ন বিদ্যালয় ও কলেজ, সদর থানা, পৌরসভা, এসপি অফিস, জজকোর্টসহ বিভিন্ন ব্যাংক, মাতৃসদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ দপ্তরে যেতে হয়। মাত্রাতিরক্ত ইজিবাইকের জন্য প্রতিনিয়ত শহরের এসব এলাকার সড়কে যানজট তৈরি হচ্ছে। শহরের অন্তত ১৫-২০ জন ব্যক্তি জানান, শহরের সবকটি সড়ক জুড়ে ইজিবাইকের চলাচল। রাস্তার মোড়গুলোতে অবৈধ স্ট্যান্ডে সারাদিনই যানজট লেগে থাকে। ইজিবাইকের চালকরা নিয়মকানুন বোঝেন না। এমনকি ১২/১৩ বছরের শিশুদেরও চালকের আসনে দেখা যায়। নিজের মন মতো গাড়ি চালায় তারা। অদক্ষ চালক ও অনিয়ন্ত্রিত ইজিবাইকের কারণে প্রতিদিন ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা ঘটছে। অনেকেই গুরুতর আহত হচ্ছেন। অথচ এসবের কোনো প্রতিকার হচ্ছে না।

    এ বিষয়ে মাগুরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কোন কথা বলতে পারব না। এ বিষয়ে মাগুরা জেলা ট্রাফিক পরিদর্শক মো. আরজু হোসেন বলেন, আমরা প্রায়ই অভিযান চালনা করি। তবে ইজিবাইকের চলাচল নিয়ন্ত্রণে আনার কাজটি পুলিশের একার পক্ষে সম্ভব না এবং নাগরিককেও সচেতন হতে হবে।

    তিনি আরো বলেন, যদি পৌরসভা কোনো পদক্ষেপ নেন তাহলে ভালো সমাধান আসতে পারে। এদিকে মাগুরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র (অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের) সাথে কথা বলতে গেলে তিনি বলেন, এ বিষয়ে আমি কোন কথা বলতে চাই না?। এ ব্যাপারে কিছু বলার নেই।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930