মাগুরায় গণঅধিকার পরিষদ থেকে গণহারে পদত্যাগ
এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃত্বের একনায়কতান্ত্রিক আচরণ, কমিটি বাণিজ্য ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে মাগুরা জেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করেছেন।
২০ জুন (শুক্রবার) বিকাল ৫টায় মাগুরা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সংগঠনের বর্তমান নেতৃত্ব গঠনতন্ত্রবিরোধীভাবে একনায়কতন্ত্র ও বৈষম্যমূলক চিন্তাধারায় পরিচালিত হচ্ছে। কেন্দ্রীয় পর্যায়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
তারা আরও জানান, গণতান্ত্রিক ও পরিচ্ছন্ন রাজনীতির স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ব্যক্তিগত ত্যাগ স্বীকার করে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসলেও বর্তমানে সংগঠনের কার্যক্রম আদর্শবিচ্যুত হয়ে পড়েছে।
এ সময় বক্তারা বলেন, “দলের চেয়ে দেশ বড়” — এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং এই মুহূর্তে তারা কোনো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দেওয়ার চিন্তা করছেন না। তবে পরিচ্ছন্ন রাজনীতির ধারায় রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দেন।
জেলা গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ মোঃ রাসেল মজুমদার -সহ সভাপতি , মোঃ তোকান মোল্লা – সহ সভাপতি ,মোঃ জাহিদুল ইসলাম কুদ্দুস – সহ সাধারণ সম্পাদক, মোঃ হাবিবুর রহমান – সহ সাধারণ সম্পাদক, বি.এম. ফররুখ আহমেদ – দপ্তর সম্পাদক , মোঃ মাজেদুল হক – মানবাধিকার বিষয়ক সম্পাদক, মোঃ এনামুল মোল্লা – সহ সাংগঠনিক সম্পাদক , মোঃ ফয়সাল আহমেদ – সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ ইদ্রিস আলী ডাঃ – দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক, মোঃ ইয়াসিন আরাফাত – সহ আইন বিষয়ক সম্পাদক ,মোঃ মোস্তাইম জামান সজল – সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ রিয়াজ পাটোয়ারী – সিনিয়র সদস্য , মোঃ ওহিদুজ্জামান রাব্বানী – সাবেক আহ্বায়ক, মোহাম্মদপুর উপজেলা গণ অধিকার পরিষদ,মো আনোয়ার জাহিদ সুজন – সাবেক সিনিয়র সহ-সভাপতি যুব অধিকার পরিষদ,মোঃ আলী কদর – সাবেক সহ- সভাপতি, জেলা যুব অধিকার পরিষদ,মোঃ খায়রুল শেখ – সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক, যুব অধিকার পরিষদ।
মোঃ হাসান ইমাম পলক – সহ সাধারণ সম্পাদক যুব অধিকার পরিষদ, মোঃ জলিল জুয়েল – সাবেক সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক, যুব অধিকার পরিষদ, পল্লব বিশ্বাস – সাবেক অর্থ সম্পাদক, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদ, মোহাম্মদ সাবু- সহ সাংগঠনিক সম্পাদক শ্রমিক অধিকার পরিষদ,মাইনুল ইসলাম – সিনিয়র সহ-সভাপতি গণ অধিকার পরিষদ মোহাম্মদপুর উপজেলা ,মোঃ ইয়াসিন আরাফাত- সাবেক যুব অধিকার পরিষদ,মোঃ তারিখ বিশ্বাস- সহ সাধারণ সম্পাদক মোহাম্মদপুর উপজেলা গণ অধিকার পরিষদ, মোঃ মোস্তাইম জামান সজল – সহ সাংগঠনিক সম্পাদক গণ অধিকার পরিষদ, মোঃ আল মামুন – জেলা শ্রমিক অধিকার পরিষদ,মোঃ ইসরাফিল মৃধা – সহ প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক মোহাম্মদপুর উপজেলা গণ অধিকার পরিষদ, মোঃ ইমদাদুল হক মিলন – সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, যুব অধিকার পরিষদ। মোঃ শিপন – সাবেক সহ সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ।মোঃ জুয়েল হোসেন – দূর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ সম্পাদক, শ্রমিক অধিকার পরিষদ। মোঃ শিহাব উদ্দিন, সাবেক জেলা যুব অধিকার পরিষদ,মোঃ ইমরান হোসেন, সাবেক জেলা যুব অধিকার পরিষদ। মোঃ সবুর সর্দার, জেলা যুব অধিকার পরিষদ। মোঃ রাকিবুল ইসলাম – মাদক নিয়ন্ত্রণ সম্পাদক, শ্রমিক অধিকার পরিষদ, মোঃ ইকরাম শেখ – সাহিত্য বিষয়ক সম্পাদক, সদর উপজেলা পরিষদ, মোঃ নিরব জাকারিয়া – সাবেক যুগ্ম সদস্য সচিব, সদর উপজেলা,মোঃ ইমরান হোসেন – সাবেক সহ সভাপতি মোহাম্মদপুর উপজেলা যুব অধিকার পরিষদ। মোঃ বাহারুল ইসলাম, সাবেক যুব অধিকার পরিষদ, মোঃ ইমরান শিকদার, সাবেক যুব অধিকার পরিষদ, মোঃ পলাশ আহমেদ, যুব অধিকার পরিষদ। মোঃ রজব আলী – শ্রমিক অধিকার পরিষদ। মোঃ মিজানুর রহমান, সাবেক সহ সভাপতি গণ অধিকার পরিষদ, মহাম্মদপুর উপজেলা।
তারা সবাই শেষ পর্যন্ত বলেন, “আমরা আর প্রতারণার রাজনীতির সঙ্গে থাকতে পারি না। আমরা দেশ ও জনগণের পক্ষে থাকব। জনগণের অধিকার, পরিচ্ছন্ন রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থা সচল রাখতে আমরা জনগণের জন্য রাজনীতির মাঠে থাকবো। তবে এই মুহূর্তে আমরা নতুন কোনো রাজনৈতিক সংগঠন এর সাথে যুক্ত হওয়ার চিন্তাভাবনা করি নাই।”
বিআলো/তুরাগ



