মাগুরায় বিভিন্ন জলাশয়ে ৪০০ কেজি পোনামাছ অবমুক্ত
এস এম শিমুল রানা, মাগুরা: মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় স্থানীয় জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত এবং সরকারি জলাশয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো স্থানীয় মৎস্যসম্পদ বৃদ্ধি ও স্থানীয় মৎস্য চাষীদের আয়ের উৎস সুদৃঢ় করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহম্মেদ জানান, হরিন্দী আশ্রয়ন প্রকল্পের পুকুরে ২৫ কেজি, বরিশাট আশ্রয়ন প্রকল্পের পুকুরে ৩০ কেজি, সাচিলাপুর আশ্রয়ন প্রকল্পের পুকুরে ৩৫ কেজি, কুমার নদের কাজলী ঘাটে ১৫০ কেজি এবং কুমার নদের কাজী কাদের নওয়াজ ঘাটে ১৬০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ফলে মোট ৪০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হলো।
শ্রীপুর উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এই উদ্যোগ ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় পরিচালিত হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই পোনামাছ অবমুক্তকরণ স্থানীয় কৃষি ও মৎস্য চাষীদের জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, এই ধরনের কার্যক্রম পরিবেশ ও স্থানীয় জলজ জীববৈচিত্র্য সংরক্ষণেও সহায়ক হবে।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ আশা করছে, নিয়মিত পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে এলাকার জলাশয়ে মাছের সংখ্যা বৃদ্ধি পাবে এবং স্থানীয় মানুষদের প্রোটিন ও পুষ্টি চাহিদা মেটাতে সাহায্য করবে।
বিআলো/তুরাগ