মাগুরায় জামায়াত ইসলামী’র জেলা কার্যালয় উদ্বোধন
এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রোববার (৬ জুলাই) সকাল ১১টায় মাগুরা পৌর শহরের দরি মাগুরা সিদ্দিকীর মোড় এলাকায় দুই তলা বিশিষ্ট কার্যালয়টি তাকবির ও দোয়ার মাধ্যমে উদ্বোধন করেন জেলা আমীর অধ্যাপক এমবি বাকের।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে মাগুরায় জামায়াতে ইসলামীর কোনো স্থায়ী কার্যালয় ছিল না। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ করেছি। আজ থেকে আমাদের সব সাংগঠনিক কার্যক্রম এই নতুন কার্যালয় থেকেই পরিচালিত হবে ইনশাল্লাহ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব আব্দুল মতিন, জেলা সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক মাওলানা মশিউর রহমান, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, মহম্মদপুর উপজেলা আমীর মাওলানা নূর আহমেদ আলী, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফছার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নতুন এই কার্যালয়কে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সাংগঠনিক তৎপরতা নতুন গতিতে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন দলটির নেতারা।
বিআলো/তুরাগ