মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা
এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি: মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) শহরের নতুন বাজার ও ঢাকা রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য, সার-কীটনাশক ও মুদিদোকান তদারকি করা হয়।
অভিযানে নতুন বাজারের মেসার্স বিপ্লব ট্রেডার্স থেকে ধান ও সবজিসহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন বীজ জব্দ করা হয়। প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং ক্রয়-বিক্রয়ে ভাউচার প্রদান না করায় মালিক বিপ্লব কুমার বালাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ঢাকা রোডের মেসার্স অজয় বীজ ভান্ডারকে পূর্ব সতর্কতা উপেক্ষা করে কৃষকের সঙ্গে প্রতারণার দায়ে অভিযুক্ত করা হয়। প্রতিষ্ঠানটি টেস্ট রিপোর্ট ছাড়াই বিভিন্ন জায়গা থেকে বীজ সংগ্রহ করে ভুয়া তথ্য দিয়ে বাজারজাত করছিল। ৩ হাজার ২৫০ টাকায় ক্রয় করা পেয়াজ বীজ ৯ হাজার টাকা কেজিতে বিক্রি করার প্রমাণও পাওয়া যায়। পাশাপাশি ভুয়া মেয়াদ ও অসত্য তথ্য প্রদানের কারণে মালিক বাবুল সরকারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অন্যান্য দোকানেও ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করা হয় যাতে কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়ায়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. শাহীন ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।
সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমরা নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”
বিআলো/তুরাগ