মাগুরায় সামাজিক দলাদলি কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩৫
এস এম শিমুল রানা, মাগুরা: মাগুরা সদর উপজেলার কুল্লিয়া গ্রামে সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। শুক্রবার ভোর ৬টার দিকে উত্তেজনা বাড়তে থাকলে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে গ্রামটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়।
কুচিয়ামোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আজহার, যিনি আওয়ামী লীগ সংশ্লিষ্ট, তার অনুসারীদের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিনের বিরোধ ভোরে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. মো. মামুন উর রশীদ জানান, সংঘর্ষে আহত হয়ে অন্তত ৩৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসে। গুরুতর আহত না থাকলেও কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে যৌথবাহিনী হস্তক্ষেপ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। মাগুরা সদর থানার ওসি মো. আয়ুব আলী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো মামলা হয়নি, তবে তদন্ত চলছে।
বিআলো/ইমরান



