মাগুরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপি নেতা ও আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার
মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ নাশকতা ও হত্যা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ কর্মী এবং বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) রাত ২টার দিকে উপজেলার নোহাটা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল রাতে নোহাটা গ্রামে অভিযান চালায়। অভিযানে নাশকতা ও হত্যা মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমান টিটোকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুইটি রিভলভার, ৮ রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান টিটো শ্রীপুর থানা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক কনক মোল্লার বড় ভাই। তার বিরুদ্ধে একাধিক নাশকতা ও হত্যার মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
পরে টিটোর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে আরও একটি অভিযান চালানো হয়। সেখান থেকে বিএনপি নেতা মো. শরিফুল ইসলাম সাচ্চুকে গ্রেপ্তার করা হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল (চায়না) ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া, জেলার নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বিআলো/তুরাগ