মাগুরায় ২শ মরা মুরগী বিক্রয়ের জন্য তৈরীর সময় ব্যবসায়ী আটক
এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি: মাগুরায় প্রায় ২শ মরা মুরগী বিক্রয়ের জন্য তৈরী করার সময় মাগুরা পৌরসভা স্যানিটরী ইনসপেক্টরের হাতে ধরা পড়লো মাগুরা নতুন বাজার মুরগী ব্যবসায়ী আলমগীর হোসেন। তার নামে এর আগে থেকেই মরা মুরগী বিক্রির অভিযোগ ছিল।
মাগুরা পৌরসভা স্যানিটারী ইসনপেক্টর কামরুজ্জামান জানান, নতুন বাজারের মুরগী ব্যবসায়ী আলমগীর হোসেনের নামে দীর্ঘদিন গোপনে মরা মুরগী বিক্রির অভিযোগ আসছিল আমাদের কাছে। এ ব্যাপারে তাকে অনেকবার সতর্ক করেছি।
শুক্রবার ( ১৩ মে ) সকালে যখন নতুন বাজার পরিদর্শনে আসি তখন দেখতে পাই আলমগীর হোসেন ও তার এক কর্মচারী প্রায় ২শ মরা মুরগী বিক্রির জন্য তৈরী করছে। তখন তার কাছে মরা মুরগী বিক্রি করছে কেন জানতে চাই। আমি একা থাকায় আলমগীর আমার উপর চড়াও হয়। এ সময় আমার সহকর্মী রিয়াজুল হোসেনকে পুরাতন বাজারে আনতে গেলে সেই সুযোগে সে তার দোকান থেকে শতাধিক মরা মুরগী সরিয়ে ফেলে। সেই সাথে সে নিজেও দোকান থেকে চলে যায়। বিষয়টি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তিনি জানিয়েছেন মরা মুরগীগুলো কেরোসিন দিয়ে পুড়িয়ে ফেলতে। অফিস খুললে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সে অনুযায়ী আমরা মরা মুরগীগুলো পুড়িয়ে ফেরেছি।
কসাইখানা পরিদর্শক রিয়াজুল হেসেন খান জানান, প্রায়ই আলমগীর হোসেন শহরে মাইকিং করে বাজার দর থেকে ৩০ থেকে ৪০ টাকা কম দরে মুরগী বিক্রি করে থাকে। যেটা সুস্থ্য সবল মুরগী বিক্রির ক্ষেত্রে কখনোই সম্ভব না। এ বিষয়ে অন্যান্য ব্যবসায়ীদের অভিযোগ ছিল আলমগীরের বিরুদ্ধে। আমরা ধারণা করছি এ জাতিয় মরা মুরগী কম দামে বিভিন্ন রেষ্টুরেন্টে, কাবাব বিক্রেতা ও বিরাণী হাউজে বিক্রি করে থাকে। আমরা সাধারণ ক্রেতাদেরকে দেখেশুনে ক্রয় করার জন্য অনুরোধ করছি। পাশাপাশি এ ধরনের কোন বিষয়ে আমাদের জানাবেন।
বিআলো/তুরাগ