মাগুরা গার্মেন্টসে ভূমিকম্পে একাধিক শ্রমিক আহত
dailybangla
21st Nov 2025 4:06 pm | অনলাইন সংস্করণ
এস এম শিমুল রানা, মাগুরা: মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমতৈল এলাকায় একটি গার্মেন্টস কারখানায় ভূমিকম্পের সময় কর্মপরিস্থিতি বিশৃঙ্খল হয়ে একাধিক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল প্রায় ১০টা ৩৮ মিনিটে অনুভূত এ ভূমিকম্পে গার্মেন্টসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হঠাৎ ভবন কেঁপে উঠলে শ্রমিকরা দ্রুত বের হওয়ার চেষ্টা করেন। এসময় হুড়োহুড়ির ফলে শতাধিক শ্রমিক আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। গার্মেন্টস কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা যায় ।
বিআলো/ইমরান



