মাগুরা-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন খান
এস এম শিমুল রানা,মাগুরা: মাগুরা-১ সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয়।
মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মাগুরা জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দের সৃষ্টি হয়। নেতাকর্মীরা জানান, দল ত্যাগী ও পরীক্ষিত নেতাকেই মনোনয়ন দিয়েছে। তাঁদের মতে, আলহাজ্ব মনোয়ার হোসেন খানের নেতৃত্বে মাগুরা-১ আসনে বিএনপি এবার ঐক্যবদ্ধ, সংগঠিত এবং বিজয়মুখী।
মনোনয়ন প্রতিক্রিয়ায় আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন,
“আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞ। দল ও জনগণের প্রতি যে আস্থা রাখা হয়েছে, তা রক্ষায় আপসহীনভাবে কাজ করব।”
তিনি আরও বলেন,
“মাগুরা-১ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।”
মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে মাগুরা-১ আসনে নির্বাচনী মাঠে বিএনপির কার্যক্রম আরও গতি পেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিআলো/ইমরান



