মাগুরা-১ ও ২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ, নির্বাচনী মাঠে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে
এস এম শিমুল রানা, মাগুরা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা জেলার দুটি সংসদীয় আসন—মাগুরা-১ ও মাগুরা-২—এ মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর সরব উপস্থিতিতে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত আরও স্পষ্ট হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় মাগুরা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, পৌর বিএনপির সভাপতি মোঃ মাসুদ হাসান কিজিলসহ দলের শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি নির্বাচনী প্রস্তুতির সুস্পষ্ট বার্তা দেয়।
অন্যদিকে মাগুরা-২ আসনে সাবেক বিএনপি সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাবেক মহম্মদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম আজম সাবু। তিনি সাংবাদিকদের জানান, “দলীয় সিদ্ধান্তে পরিবর্তন না এলে কাজী সালিমুল হক কামাল স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।” এ সময় বিএনপির একাংশের নেতাকর্মীদের উপস্থিতি দলীয় রাজনীতিতে ভেতরের সমীকরণের ইঙ্গিত দেয়।
এছাড়াও মাগুরা-১ আসনে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ডা. খলিলুর রহমান। তার হাতে মনোনয়নপত্র তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। ৩০ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আপিল নিষ্পত্তি চলবে ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
সবশেষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, মাগুরায় নির্বাচনী উত্তেজনা ও রাজনৈতিক তৎপরতাও ততই বাড়ছে।
বিআলো/ইমরান



