মাগুরা-২ আসনে রবিউল ইসলাম নয়নকে মনোনয়ন না দেওয়ায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি: মাগুরা-২ আসনে রবিউল ইসলাম নয়নকে দলীয় মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ সমর্থকরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। সোমবার (৩ নভেম্বর) রাতের দিকে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলেন— “নিতাই রায় চৌধুরী ভুয়া, ভুয়া”, “চলবে না চলবে না”—সহ বিভিন্ন ক্ষোভের স্লোগান দিয়ে পুরো এলাকা উত্তপ্ত করে রাখেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন দলের হয়ে মাঠে থেকে কাজ করেও যোগ্য ও জনপ্রিয় নেতা রবিউল ইসলাম নয়নকে উপেক্ষা করা হয়েছে। তারা বলেন, “দলের জন্য নয়ন ভাই জীবনের অনেক সময় দিয়েছেন। জনগণের মাঝেও তার গ্রহণযোগ্যতা রয়েছে। এমন একজন নেতাকে মনোনয়ন না দেওয়া স্পষ্ট অবিচার।”
স্থানীয়ভাবে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও রাতের কিছু পরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তবে বিক্ষোভের পর এলাকায় রাজনৈতিক তীব্রতা বিরাজ করছে।
বিআলো/তুরাগ



