মাছের গন্ধ নয়, মানবতার সুবাস: বাউফলে জব্দ ইলিশ এতিমদের মাঝে বিতরণ
মো.তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জব্দ হওয়া ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও হাফিজি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে বাউফল থানা কমপ্লেক্স প্রাঙ্গণে এই মাছ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহাগ মিলন এবং বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আখতারুজ্জামান সরকার।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ওসি (তদন্ত) মোঃ আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর অডেল এলাকার ৮নং ওয়ার্ডে অভিযান চালিয়ে প্রায় ১০ মণ ইলিশ মাছ জব্দ করে। পরে জব্দকৃত মাছ বাউফলের বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও হাফিজি মাদ্রাসায় বিতরণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো— ১. মদিনাতুল উলুম তাহফিজুল কোরআন ও কওমি মাদ্রাসা, ২. দারুল উলুম বাউফল কওমি মাদ্রাসা, ৩. বাইতুল আমান নূরানী হাফিজি মাদ্রাসা, ৪. খেজুরবাড়িয়া দারুল উলুম হাফিজি মাদ্রাসা, ৫. নওমালা নগরের হাট হাফিজি মাদ্রাসা, ৬. বাউফল আদর্শ পাড়া হাফিজি নূরানী মাদ্রাসা, ৭. দক্ষিণ বিলবিলাস জামিয়া কারিমিয়া দারুল উলুম মাদ্রাসা, ৮. মারকাজুত তাকওয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা।
এছাড়া, উপস্থিত সাধারণ অসহায় মানুষের মাঝেও প্রতিজনকে দুই পিস করে মাছ বিতরণ করা হয়। বাউফল থানার ওসি মোঃ আখতারুজ্জামান সরকার বলেন, “গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে প্রায় ১০ মণ ইলিশ জব্দ করা হয়। আজ উপজেলা প্রশাসনের উপস্থিতিতে এসব মাছ এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বিআলো/ইমরান



