মাঝারি মাত্রার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০, আহত ছয় শত
বিআলো ডেস্ক: রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন জেলায় আঘাত হানা মাঝারি মাত্রার ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থাপনা ধসে পড়ে নিহত হয়েছে অন্তত ১০ জন। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ছয় শতাধিক মানুষ। সংশ্লিষ্টদের আশঙ্কা, বেসরকারি হাসপাতালের রোগীদের হিসাব যুক্ত হলে আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি দেশের বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। রিক্টার স্কেলে মাঝারি মাত্রার হলেও বিভিন্ন জায়গায় দেয়াল, রেলিং ও স্থাপনা ধসে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, রাত ৮টা পর্যন্ত দেশের সরকারি হাসপাতালগুলোতে মোট ৬০৬ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৬৭ জন ভর্তি এবং ১৬ জন গুরুতর অবস্থায় অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা মনে করছেন, বেসরকারি হাসপাতালের তথ্য যুক্ত হলে আহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে।
ঢাকা:
পুরান ঢাকার কসাইটুলিতে ভবনের রেলিং ভেঙে তিন পথচারী নিহত হন। তাঁরা হলেন রাফিউল ইসলাম (২০), আব্দুর রহিম (৪৮) ও তাঁর ছেলে মেহরাব হোসেন (১২)। রাফিউল ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী। আব্দুর রহিম মূলত লক্ষ্মীপুরের বাসিন্দা; সুরিটোলায় ভাড়া থাকতেন।
মুগদার মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০) নিহত হন। সকাল সাড়ে ১১টার কিছু আগে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ:
রূপগঞ্জের ইসলামবাগ এলাকায় বাড়ির দেয়াল ধসে ১০ মাসের শিশু ফাতেমার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাঁর মা। আহত হন এক পথচারীও। জেলা প্রশাসন শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে।
নরসিংদী:
চিনিশপুর ইউনিয়নে নির্মাণাধীন ভবনের দেয়াল থেকে ইট পড়ে বসতবাড়ির সানশেড ধসে একই পরিবারের কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে শিশু ওমর (৮) ও তাঁর বাবা দেলোয়ার হোসেন পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়ায় নিজ ঘরের মাটির দেয়ালচাপায় নিহত হন কাজেম আলী ভূঁইয়া (৭৫)। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
শিবপুরে ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে আহত হন ফোরকান মিয়া (৩৫); হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
এ ছাড়া ডাঙ্গা ইউনিয়নে ভূমিকম্পের সময় ভয় পেয়ে স্ট্রোক করে মারা যান নাসিরউদ্দিন (৬৫)।
বিআলো/শিলি



