• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাথার ব্যথার ধরন বলছে আপনার শরীরের সংকেত 

     dailybangla 
    31st Oct 2025 10:09 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: মাথা ধরলেই আমরা তড়িঘড়ি ব্যথানাশক খেয়ে নিই। কিন্তু ব্যথার উৎসটা না বুঝে শুধু ওষুধ খাওয়া ঠিক নয়। মাথার কোন অংশে ব্যথা হচ্ছে, তার ধরন ও লক্ষণ থেকে অনেকসময়ই বোঝা যায় শরীরে কী সমস্যা তৈরি হয়েছে।

    মাথা ব্যথার ধরন ও কারণ-

    * মাইগ্রেন
    মাথার এক পাশ থেকে তীব্র ব্যথা শুরু হয়ে ধীরে ধীরে পুরো মাথায় ছড়িয়ে পড়ে। ব্যথা সাধারণত দপদপ ধরণের হয়। চোখের আশেপাশেও ব্যথা হতে পারে। তাই একে আধ-কপালি ব্যথা বলা হয়।

    * টেনশন হেডেক
    মানসিক চাপ, উদ্বেগ বা দুশ্চিন্তা থেকে এই ব্যথা হয়। পুরো মাথা ভার লাগে, যেন কেউ মাথা শক্ত করে চেপে ধরেছে।

    * ক্লাস্টার হেডেক
    দিনের নির্দিষ্ট সময় বা বছরের নির্দিষ্ট সময়ে মাথাব্যথা হয়। ব্যথা সাধারণত চোখের পেছন থেকে শুরু হয়ে মুখ বা মাথার এক পাশে ছড়িয়ে পড়ে।

    * মাথার ভিতরে রক্তপাত
    হঠাৎ তীব্র ব্যথা শুরু হয়, যা মাথার পেছন দিক থেকে ঘাড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। এটা জরুরি চিকিৎসার লক্ষণ।

    * ব্রেন ইনফেকশন (মেনিনজাইটিস ইত্যাদি)
    পুরো মাথাজুড়ে তীব্র ব্যথা আর সঙ্গে ঘাড় শক্ত হয়ে যাওয়া দেখা যায়। জ্বর, বমি- এসব উপসর্গ থাকে।

    * চোখের পাওয়ার বৃদ্ধি
    চোখে সমস্যা হলে চোখের চাপ বাড়ে, ফলে চোখের চারপাশে ব্যথা হয় এবং তা মাথায় ছড়িয়ে পড়ে।

    * ব্রেন টিউমার
    টিউমারের অবস্থান অনুযায়ী মাথার ওই অংশে ব্যথা হয়। সাধারণত টিউমার বড় হলে ব্যথা বোঝা যায়।

    মনে রাখবেন: বারবার মাথা ব্যথা হলে বা ব্যথা হঠাৎ অস্বাভাবিকভাবে শুরু হলে, সাথে ঝাপসা দেখা, কথা জড়ানো, হাত-পা অবশ হয়ে যাওয়া- এসব উপসর্গ থাকলে দ্রুত ডাক্তার দেখান।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031