মাথার ভেতর গুলিসহ সংকটাপন্ন অবস্থায় হাদি
dailybangla
12th Dec 2025 6:32 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মাথার ভেতরে গুলি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢামেক হাসপাতালে জরুরি পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, হাদিকে নেওয়ার সময় তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। তাকে সিপিআর দেওয়া হয়েছে। এখন রক্তচাপ কিছুটা স্থিতিশীল হলেও মাথার ভেতরেই গুলিটি আটকে রয়েছে।
প্রত্যক্ষদর্শী মিসবাহ জানান, জুমার নামাজ পড়ে রিকশায় ফেরার সময় মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি বাম কান বরাবর মাথায় লাগে। সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যায়।
ডিএমপি কর্মকর্তারা জানান, ঘটনাটি খুবই পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্ত চলছে।
বিআলো/শিলি



