নিজস্ব প্রতিবেদক: বরিশালের উজিরপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে শাহ আলম খান (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ছেলে শিমুল খানকে (৩০) আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে। নিহত শাহ আলম খান ওই গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে এবং বিদ্যুৎ অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী।
নিহতের ভাই দুলাল খান জানান, শিমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই তার বাবা শাহ আলমকে মারধর করতো মাদক কেনার টাকার জন্য। দুপুরে একই দাবি জানালে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে বাড়ির সামনে রাস্তার ওপরই বাবাকে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা গুরুতর আহত শাহ আলমকে দ্রুত উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, ঘটনার পরপরই শিমুলকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গ্রামবাসীর দাবি, শিমুলের মাদকসেবন ও হিংস্র আচরণে পরিবার দীর্ঘদিন ধরেই বিপর্যস্ত ছিল।
তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।
বিআলো/এফএইচএস