মাদারীপুরের শিবচরে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে লাখো কণ্ঠে শপথ পাঠ
মোঃ হেমায়েত হোসেন খান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ‘জুলাই পুনর্জাগরণের সমাজ গঠন’ কর্মসূচির অংশ হিসেবে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে শিবচর উপজেলা পরিষদ সভাকক্ষে এ আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা রাণী শীল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শিহাব খানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিবচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থী, জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহত শিক্ষার্থীরাও।
শপথ পাঠে অংশগ্রহণকারীরা সমাজের প্রতি দায়িত্ব পালনের অঙ্গীকার করেন এবং একটি সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও অনুপ্রেরণামূলক।
উল্লেখ্য, ‘জুলাই পুনর্জাগরণ’ একটি সামাজিক আন্দোলন, যা শিক্ষার উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি ও সামাজিক ন্যায়ের লক্ষ্যে গঠিত।
বিআলো/এফএইচএস