মাদারীপুরে আনসার ভিডিপি”র উদ্যোগে চারা রোপন কর্মসূচী পালিত
মো.হেমায়েত হোসেন খান,মাদারীপুর: মাদারীপুরের ডাসারে বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে ডাসার উপজেলা চত্বরে আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে ৫০ টি ফলজ,বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়।
সারা দেশের ন্যায় বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মাদারীপুর জেলার ডাসার উপজেলায় ৫০ টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন কর্মসূচী পরিচালনা করা হয়। কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা প্রতিটি রেঞ্জ, ব্যাটালিয়ন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণকে সাথে নিয়ে এই কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিরব বিশ্বাস এবং ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়নের ভাতাভোগী দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডার বৃন্দ।
বিআলো/ইমরান