মাদারীপুরে এনসিপির কর্মীসভায় ছাত্রনেতা মাসুম বিল্লাহর ওপর বর্বর হামলা
মোঃ হেমায়েত হোসেন খান মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে এনসিপির (ন্যাশনাল কনজারভেটিভ পার্টি) কর্মীসভায় বর্বর হামলার শিকার হয়েছেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ। তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে এনসিপির একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মাসুম বিল্লাহকে মাদারীপুর জেলা সদর হাসপাতাল থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে, শহরের ভুঁইয়া কমিউনিটি সেন্টারে এনসিপির এক কর্মীসভায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শুরু হওয়ার আগেই পূর্বপরিকল্পিতভাবে মাসুম বিল্লাহর ওপর হামলা চালানো হয়। এনসিপির জেলা কমিটির সদস্য রাতুল হাওলাদার ও আদিল মাহমুদ টুটুলের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাশ মাতুব্বর বলেন, “রাতুল ও আদিলের নেতৃত্বেই মাসুমের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এটা পরিকল্পিত হামলা, এর দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা।“
আন্দোলনের আহ্বায়ক মো. নিয়ামতউল্লাহ বলেন, “যদি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না করা হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। বারবার আমাদের নেতাকর্মীদের ওপর হামলা আমরা আর মেনে নেব না।“
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, “হামলার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার টিম মাঠে কাজ করছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।“
এদিকে হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিআলো/সবুজ