মাদারীপুরে মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
মো. হেমায়েত হোসেন খান, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকা থেকে মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিস খানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার ইদ্রিস খান মৃত মাজেদ আলী খাঁ’র ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ইদ্রিস খান ও তার প্রবাসী ভাই মিলে ইতালিতে পৌঁছে দেওয়ার প্রলোভনে লিবিয়া হয়ে পাচারের পরিকল্পনা করে। এ চক্র উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত যুবককে লিবিয়ায় পাঠায়। পরে তাদের বন্দিশালায় আটকে রেখে শারীরিক নির্যাতনের পাশাপাশি মুক্তিপণের নামে আদায় করা হয় লাখ লাখ টাকা। মুক্তিপণ না দিলে আরও অমানবিক নির্যাতন চালানো হতো।
এ ঘটনায় এক ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলায় আদালত ইদ্রিস খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়।
মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী সজল বলেন, মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিস খানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
বিআলো/এফএইচএস