মাদারীপুরে মানবপাচার মামলার আসামি কুষ্টিয়া থেকে গ্রেফতার
মোঃ হেমায়েত হোসেন খান, মাদারীপুর: মাদারীপুরে আলোচিত মানবপাচার মামলায় লাল্টু মন্ডল নামে এক পলাতক আসামিকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া জেলার দক্ষিণপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত লাল্টু মন্ডল কুষ্টিয়া সদর উপজেলার উজান দক্ষিণপাড়া গ্রামের মো. আকিবার মন্ডলের ছেলে। তিনি নিজেকে বিদেশগামী কর্মসংস্থান সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রামের অন্তত আটজন যুবককে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখান। এর বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে ২৩ লাখ টাকা করে মোট প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নেন।
ভুক্তভোগী জান্নাতুন নেছা অভিযোগ করে বলেন, আমার ছেলে সজীব সরদারসহ আমাদের এলাকার আরও সাতজনকে ইতালি পাঠানোর কথা বলে লান্টু মন্ডল লিবিয়ায় নিয়ে গিয়ে স্থানীয় মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। সেখানে আমাদের সন্তানদের উপর অমানবিক নির্যাতন চালানো হয় এবং মুক্তিপণ হিসেবে আরও ২০ লাখ টাকা করে দাবি করা হয়। আমরা এই দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
লিবিয়ায় আটক ভুক্তভোগীরা হলেন—সজীব সরদার, রুহুল আমিন সরদার, খলিল সরদার, ইয়াসিন সরদার, তারিব সরদার, বেলাল সরদার, রাহাত সরদার এবং ইব্রাহিম সরদার। তাদের পরিবারগুলোর দাবি—মোট ২ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছে পাচারকারী চক্র।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, মানবপাচার ট্রাইব্যুনালের নির্দেশে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করি। তদন্ত শেষে লাল্টু মন্ডলকে তার কুষ্টিয়া জেলার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিআলো/এফএইচএস