মাদারীপুরে সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত
মো.হেমায়েত হোসেন খান,মাদারীপুর:মাদারীপুরে অরাজনৈতিক সংস্থা ‘সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থা মাদারীপুর’ এর মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সংস্থার আয়োজনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও সুশীল সমাজের ব্যক্তিদের উপস্থিততে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টুবিয়া বাজারে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা বলেন আমরা সামাজিক ও কল্যাণ কাজে মানুষের পাশে দাঁড়িয়ে ভালো কাজের সাথে থাকবো, যে সমস্ত কাজ করলে সমাজের জন্য ভালো হবে সেই কাজগুলো করার চেষ্টা করে যাবো। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ গড়ে তোলার ব্যবস্থা করব পাশাপাশি আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য সহযোগিতা করার বিষয়েও আমরা কাজ করে যাবো এবং আমরা নিজেরা স্বেচ্ছাসেবী হয়ে কাজ করার চেষ্টা করব এটাই আমাদের মূল লক্ষ্য।
এসময় সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থা মাদারীপুর’ এর সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার কবির সরদাররের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট খান মাসুদ রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাচ্চু সরদার,অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার এসকান্দার আলী মাতুব্বর,প্রচার সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট গোলাম আলী,অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহাঙ্গীর,অবসরপ্রাপ্ত ল্যাঃ কর্পোরাল খান মোতালেব হোসেন লিলি,সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ চিকিৎসা চাই এর সভাপতি এ্যাড. মশিউর রহমান পারভেজ,এ্যাড. বদরুন নাহার কলি,তারুণ্য পরিবার সংগঠনের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান,সুশীল সমাজের জাহাঙ্গীর খান,দুলাল খান,আজাদ হাওলাদার,মিন্টু মাতুব্বর প্রমুখ।
বিআলো/ইমরান