• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাদারীপুরে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা দখল মুক্ত করলো প্রশাসন 

     dailybangla 
    11th Sep 2024 9:42 pm  |  অনলাইন সংস্করণ

    মো. হেমায়েত হোসেন খান, মাদারীপুরঃ মাদারীপুর জেলার ডাসারের পূর্ব মাইজপাড়া এলাকায় কবি, ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা বিএনপি নেতার কবল থেকে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

    মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে টিনশেড ঘরে (সুনীল স্মৃতি পাঠাগার) বিএনপি নেতার তালা ভেঙে ফেলা হয়। পরে সেখানে নতুন তালা লাগানো হয়।

    এর আগে গত শনিবার কালকিনি উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার ওই ভিটা নিজের পারিবারিক জমি দাবি করে দখলে নিয়েছেন। পরে তিনি ঘরের একাধিক ছবি, লেখকের ব্যবহৃত সরঞ্জাম ও আসবাব ভাঙচুর করেন। সেখানে ওএমএসের চাল মজুত করে ঘরটি তালাবদ্ধ করে রাখেন।

    এ বিষয়ে গতকাল সোমবার বিভিন্ন প্রিন্ট পত্রিকা ও অনলাইন সংস্করণে মাদারীপুরে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা বিএনপি নেতার দখলে শিরোনাম দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে মঙ্গলবার দুপুরে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটায় পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে নিয়ে কালকিনির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ। সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

    ইউএনও উত্তম কুমার দাশ সাংবাদিকদের বলেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা ও জমি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে প্রশাসন। লেখকের ঘরে নতুন করে তালা লাগানো হয়েছে। এই জমিতে অনুমতি ছাড়া কেউ যেন প্রবেশ করতে না পারেন সে জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

    অতি শিগগিরই লেখকের পৈতৃক ভিটায় সুনীল স্মৃতি মিউজিয়াম, সুনীলের আবক্ষ মূর্তি স্থাপন,পুকুরপাড়ুসংলগ্ন উন্মুক্ত মঞ্চ, শান বাঁধানো ঘাট নির্মাণ করা হবে। লেখকের পৈতৃক ভিটা একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করবে। উত্তম কুমার দাশ আরও বলেন, অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে এখনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লেখকের পৈতৃক ভিটায় বহিরাগতদের প্রবেশ ঠেকাতে নজরদারি করবে ডাসার থানা-পুলিশ।

    জানতে চাইলে ওসি এসএম শফিকুল ইসলাম বলেন,বউপজেলা প্রশাসন থেকে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে দখলদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনা আর যেননা ঘটে, সেই বিষয়ে পুলিশ ওই বাড়ি নজরদারিতে রাখবেন।

    উল্লেখ্য, উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের মাদারীপুর মহকুমার রাজৈর উপজেলার আমগ্রামের মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি তৎকালীন মাদারীপুর মহকুমার কালকিনি উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামে। সেখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের ৭ একর ১৫ শতাংশ পৈতৃক জমি রয়েছে। এর মধ্যে ২ একর ৯৭ শতাংশ খাস জমিভহিসেবে রেকর্ড আছে। সুনীল গঙ্গোপ্যাধ্যায় ২০১২ সালের ২৩ অক্টোবর কলকাতায় মারা যান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930