মাদারীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত
শৃঙ্খলার আলো ডেস্ক: মাদারীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ রবিবার মাদারীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলনকক্ষে পুলিশ সুপার মো. সাইফুজ্জামান, বিপিএমের সভাপতিত্বে ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে মাসিক অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার মাধ্যমে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদার করার নির্দেশ প্রদান করে সকলকে পেশাদারিত্বের সঙ্গে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।
গত মাসে রুজুকৃত মামলাসমূহ কেইস টু কেইস বিশ্লেষণ, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার এবং মাসিক ভালো পারফর্মেন্স বিবেচনা করে পুলিশ পরিদর্শক, এসআই ও এএসআইদের মূল্যায়ন স্বরূপ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
পবিত্র ঈদকে সামনে রেখে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয় ও যানজট নিরসন এবং যানচলাচল নির্বিঘ্ন করণের লক্ষ্যে ফুটপাত ও সড়কে শৃঙ্খলা বজায় রাখার জন্য স্ব-স্ব অফিসার ইনচার্জ ও ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেন। উক্ত অপরাধ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্য এবং সিভিল প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি