মাদারীপুর-১ আসনে খিলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহ্ আলমের নির্বাচনী প্রচার ও ভোট প্রার্থনা
মো. কামরুল ইসলাম, শিবচর: মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসন বরাবরই একটি আলোচিত ও গুরুত্বপূর্ণ আসন। ছাত্র–জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকারের পতনের পর এ আসনকে নিজেদের করে নিতে মরিয়া হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই দৌড়ে পিছিয়ে নেই বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা মো. শাহ্ আলম তালুকদার। তিনি এ আসনে ‘রিক্সা’ প্রতীকের কান্ডারি হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন।
মনোনয়ন ঘোষণার পর থেকেই রাতদিন মাঠে রয়েছেন মাওলানা শাহ্ আলম। উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে তিনি রিক্সা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন, উঠান বৈঠক করছেন এবং গণসংযোগ চালাচ্ছেন। এতে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ তার সঙ্গে যুক্ত হচ্ছেন।
প্রচারণার অংশ হিসেবে শিবচর বাজারের প্রধান সড়ক, ’৭১ সড়ক, পৌর মার্কেট, সবজি-ফল বাজার, স্বর্ণপট্টি ও খলিফাপট্টি জুড়ে প্রতিটি দোকানে গিয়ে রিক্সা প্রতীক পরিচিত করিয়ে দিচ্ছেন তিনি এবং ভোট প্রার্থনা করছেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. শাহ্ আলম তালুকদার বলেন,
“বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিক্সা। আমরা নির্বাচনী প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোট চাইছি। মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। তারা চাইছে ইসলামী দল বাংলাদেশ খেলাফত মজলিসকে বিজয়ী করতে।”
তিনি আরও বলেন,
“অন্যায়, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কাজ করবে খেলাফত মজলিস। বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনে আমরা কাজ করছি। এছাড়াও আট দলীয় ইসলামী ঐক্যজোট যাকে মনোনীত করবে, তার পক্ষেও আমরা কাজ করবো ইনশাআল্লাহ।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি মাওলানা মো. আক্তারুজ্জামান খান, সহসভাপতি বি. এম. ডা. মাওলানা শাহজাহান, সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল করিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি আ. রহিম, অর্থ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, পৌর সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ফোরহাদ হোসেন, যুব মজলিসের সভাপতি ওমর ফারুকসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিআলো/ইমরান



