মাদারীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা জোরদার: যৌথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবচর(মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে উপজেলা ও পৌরসভা বিএনপি’র আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ধানের শীষের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা গতিশীল করার জন্য যৌথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের স্থান ছিল মাদবরেরচর ইউনিয়নের চৌধুরী বাড়ি, যেখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যৌথসভায় বক্তারা বলেন, গত সতেরো বছরে বিএনপি নেতাকর্মীরা মামলা, হামলা ও ভোটাধিকারের অভাবসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। এবার দেশের মানুষের ভোটাধিকার ফিরেছে। তারা ভোটারদের আহ্বান জানান, ধানের শীষের প্রার্থীর পক্ষে একজোট হয়ে ভোট দিন, যা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, দলের বর্তমান নেত্রী তারেক জিয়াকে শক্তিশালী করবে।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব সোহেল রানা বলেন, *“বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক যার হাতে, আমাদের সবারই এক মত। নির্বাচনের জন্য সকলকে নিজ নিজ দায়িত্বে ভোটারদের কাছে যেতে হবে। সকলে একত্রিতভাবে কাজ করলে বিজয় আমাদের সন্নিকটে।”*
বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার বলেন, *“গত সতেরো বছর ধরে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে পাশে থেকেছি। আপনারা ছাড়া আমার কোনো শক্তি নেই। আপনার ভোটই আমাকে সংসদে পাঠাতে পারে। আমি আপনার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই।”*
সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদারীপুর জেলা ওলামাদলের সভাপতি।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, কেন্দ্রীয় কৃষকদলের সম্পাদক নাসির উদ্দিন বেপারী, যুগ্ম আহবায়ক জহের গোমস্তা, শহিদুল ইসলাম দিপু, মোতাহার হোসেন হাওলাদার, বাকাউল করিম খান, ড. শাহাদাত হোসেন, উপজেলা মহিলা দলের আহবায়ক সুহাদা আক্তার ও অন্যান্য নেতাকর্মী।
বিআলো/ইমরান



