‘মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়ার স্মরণে দাউদকান্দিতে বিএনপির দোয়া মাহফিল
মো. শাহাদাত হোসেন তালুকদার, দাউদকান্দি: কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, ‘মাদার অব ডেমোক্রেসি’ ও আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) দাউদকান্দি উপজেলার একটি মিলনায়তনে আয়োজিত এই ধর্মীয় ও রাজনৈতিক তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন—তিনি ছিলেন গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর আপসহীন ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “আজকের এই দোয়া মাহফিল আমাদের কাছে কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন করে শপথ নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।”
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে মরহুমা বেগম খালেদা জিয়া দেশ ও জনগণের জন্য যে ত্যাগ ও অবদান রেখে গেছেন, তা জাতি কখনো ভুলবে না। তাঁরা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে তাঁর আদর্শ, নেতৃত্ব ও গণতান্ত্রিক দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমা নেত্রীর আত্মার মাগফিরাত কামনা, দেশবাসীর শান্তি, গণতন্ত্র ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
বিআলো/তুরাগ



