মাদুরো আটক অভিযানে নিহত ৩২ কিউবান, দুইদিনের শোক
আর্ন্তজাতিক ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানে অন্তত ৩২ জন কিউবান নাগরিক নিহত হয়েছেন। নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে কিউবা।
কিউবান সরকার রোববার (৪ জানুয়ারি) জানায়, যুক্তরাষ্ট্রের অভিযানে নিহত কিউবান নাগরিকদের সম্মানে ৫ ও ৬ জানুয়ারি দেশটিতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। নিহতদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
কিউবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেনসা লাতিনা জানিয়েছে, নিহতরা ভেনেজুয়েলা সরকারের অনুরোধে সেখানে সামরিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। অভিযানের সময় তারা সরাসরি সংঘর্ষে বা বোমা হামলায় প্রাণ হারান।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন বাহিনীর অভিযানের সময় কিউবান যোদ্ধারা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং লড়াই চলাকালীনই তাদের মৃত্যু হয়। কিউবা দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র এবং দেশটিতে সামরিক ও নিরাপত্তা সহায়তা দিয়ে আসছে।
এদিকে অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে মাদক পাচারের মামলায় তাদের বিচার শুরু হচ্ছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানিয়েছেন, ওই হামলায় নিরাপত্তা বাহিনীর বড় একটি অংশ নিহত হয়েছে। নিউইয়র্ক টাইমসের বরাতে জানা যায়, নিহতের সংখ্যা অন্তত ৪০ হতে পারে।
বিআলো/শিলি



