মাদুরো ও তার স্ত্রীকে আটক করার দাবি ট্রাম্পের, ভেনেজুয়েলায় জরুরি অবস্থা
আর্ন্তজাতিক ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি তুলে ধরেন।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ও দেশটির নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান পরিচালনা করেছে। ওই অভিযানে মাদুরোকে তার স্ত্রীসহ আটক করা হয়েছে এবং পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অভিযানে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান ট্রাম্প। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, স্থানীয় সময় সকাল ১১টায় মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে এই ঘটনার প্রেক্ষাপটে ভেনেজুয়েলাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে দেশটিতে হামলা শুরু হয় বলে জানা গেছে। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
বিআলো/শিলি



