মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ
নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে মোহনগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় আজকের দিন ব্যাপি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ক্যাম্পে প্রায় ২শতাধিক চক্ষু ও মেডিসিন রোগিদের সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়েছে।
মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করেন বরিশাল ৩ (বাবুগঞ্জ মুলাদী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদের সংসদ্য পদপ্রার্থী মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা শ্রমিক কল্যান ফেডারেশনের বাবুগঞ্জ উপজেলার সভাপতি হাফেয আলী হোসেন লাভলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবপাশা ইউনিয়ন আমীর ও সমাজ উন্নয়ন পরিষদের সহ সভাপতি সৈয়দ আলতাফ হোসেন, ছাত্রশিবিরের বাবুগঞ্জ সদর উপজেলার বাইতুলমাল সম্পাদক মোঃ কামাল হোসেন মোল্লা। উক্ত মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম রানা।
বিআলো/ইমরান