মাধবপুরে অবৈধ বালু উত্তোলন ও টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান
হবিগঞ্জ প্রতিনিধি : মাধবপুর উপজেলায় অনুমোদনহীনভাবে বালু উত্তোলন, পরিবহন ও কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। গত শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৫) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্পটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাধবপুর থানা পুলিশ, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি ও ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
অভিযানকালে অনুমোদন ছাড়াই বালু উত্তোলন, বিক্রি ও পরিবহন এবং কৃষি জমির টপসয়েল কর্তন ও জমির শ্রেণী পরিবর্তনের কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। উল্লেখ্য, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী অনুমোদনহীনভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনসহ কৃষি জমির টপসয়েল কর্তন শাস্তিযোগ্য অপরাধ। প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বিআলো/আমিনা



