• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাধ্যমিক শিক্ষা নিয়ে চলমান বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদ করেছে শিক্ষক সমিতি 

     dailybangla 
    22nd Feb 2025 8:28 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদ করেছে শিক্ষক সমিতি। বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির এক যৌথ সভায় সারা দেশের শিক্ষকগণ তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

    ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে আদর্শিত) কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা ইয়াসমিন সভায় সভাপতিত্ব করেন

    অনুষ্ঠানে বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষকসহ বিভিন্ন জেলার শিক্ষা অফিসারগণ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ তাদের সুচিন্তিত মতামত অনুষ্ঠানে উপস্থাপন করেন।

    অনুষ্ঠানে সমিতির প্রাক্তন যুগ্ম মহাসচিব মোঃ মোরশেদ সরকার, প্রাক্তন মহাসচিব এমারত হোসেন, প্রাক্তন যুগ্ম মহাসচিব সিরাজুল হক মন্টু, প্রাক্তন মহাসচিব রেহানা খানমসহ অন্যান্য শিক্ষকনেতাগণ বক্তব্য রাখেন। সারা দেশ থেকে আগত দেশের বিভিন্ন স্কুলের শিক্ষকগণ যৌথ সভায় উপস্থিত ছিলেন।

    সভায় শিক্ষকবৃন্দের অধিকার ও সমস্যা সমাধানকল্পে উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিগত ১৫ বছর যাবৎ ফ্যাসিবাদীর ভূমিকায় পরিচালিত বাসমাশিসকে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ঐক্যবদ্বভাবে পরিচালিত করা, বাসমাশিসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষে আগামী এক মাসের মধ্যে সকল মহানগর, জেলা ও স্কুল ভিত্তিক শিক্ষকগণের কমিটি গঠন করা, সরকারি মাধ্যমিকে এন্ট্রি পদ ৯ম গ্রেড ধরে পদ সোপান তৈরি করা,ন্যায্যভাবে প্রাপ্য টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পাওয়ার ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখা, শিক্ষকদের পদায়ন নিশ্চিত করা সহ ন্যায় ও আইন সঙ্গত বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের নিকট দাবী জানানো হয়।

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930