• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মানবতাবিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ 

     dailybangla 
    03rd Aug 2025 12:42 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞ ও নির্যাতনের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আদালতের অনুমতি সাপেক্ষে এই শুনানি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।

    আজ রোববার (৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটির প্রসিকিউশনের সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

    এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামুন কারাগারে আটক থাকলেও হাসিনা ও কামালকে পলাতক দেখিয়ে বিচার চলছে। মামুন ইতোমধ্যে দায় স্বীকার করে রাজসাক্ষী হতে আবেদন করেছেন।

    গত ১০ জুলাই ট্রাইব্যুনাল এই তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয়। অভিযোগগুলোতে ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার নির্দেশ, প্ররোচনা ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। এতে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ ও ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ’ আইনের ভিত্তিতে দায় নির্ধারণ করা হয়েছে।

    মামলার প্রধান পাঁচ অভিযোগের মধ্যে রয়েছে-

    * শেখ হাসিনার ১৪ জুলাইয়ের বক্তব্যের পর দেশজুড়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে দেড় হাজার মানুষ হত্যা ও ২৫ হাজারকে আহত করা।

    * আইনশৃঙ্খলা বাহিনীকে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেওয়া।

    * রংপুরে ছাত্র আবু সাঈদকে পরিকল্পিতভাবে হত্যা করে পোস্টমর্টেম রিপোর্ট গোপন করা।

    * ৫ আগস্ট ঢাকায় ছাত্র সমাবেশের দিন চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যা।

    * একই দিন সাভারে পুলিশের সহযোগিতায় ছয় আন্দোলনকারীকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা।

    ২০১০ সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ সরকার গঠন করেছিল, সেই ট্রাইব্যুনালেই এবার বিচার শুরু হয়েছে দলের সাবেক প্রধানের। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এই বিচার প্রক্রিয়া শুরু করে। আদালতের নথি অনুযায়ী, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন।

    আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই মামলায় সাক্ষ্য দেবেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা, জাতীয় একটি দৈনিকের সম্পাদকসহ মোট ৮১ জন। আওয়ামী লীগের দলীয় দায় নির্ধারণের জন্য ইতোমধ্যে আইন সংশোধন করেছে সরকার। এনসিপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল শেখ হাসিনার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়ে আসছে।

    উল্লেখ্য, মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আওয়ামী লীগ শাসনামলের সাড়ে ১৫ বছরে গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031