মানবতাবিরোধী অপরাধ: হাসিনাসহ ১৭ পলাতককে হাজিরার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় পলাতক ১৭ জনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবাইকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এদিন সকাল ৭টার দিকে গ্রেপ্তার হওয়া ১৫ সাবেক সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, পলাতক ১৭ জনের মধ্যে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক রয়েছেন। তাঁদের এক সপ্তাহের মধ্যে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
গুম ও হত্যার অভিযোগে দায়ের করা এই তিন মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।
বিআলো/শিলি



