• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মানবসেবায় আন্তর্জাতিক মানবাধিকার অ্যাওয়ার্ড অর্জন করলেন আহাদ আহমেদ 

     dailybangla 
    19th Oct 2025 9:03 pm  |  অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধি: “বর্তমান প্রেক্ষাপটে সু-শাসন ও মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর পল্টনের ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন আহমেদ, সাবেক উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ্যাডভোকেট মো. মনির হোসেন, চেয়ারম্যান, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস. এম. আনোয়ার হোসেন অপু, চেয়ারম্যান, বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি। স্বাগত বক্তব্য দেন এম. এইচ. আরমান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্।

    অনুষ্ঠানে মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মানবাধিকার অ্যাওয়ার্ড–২০২৫ প্রদান করা হয় আহাদ আহমেদ, যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ মানবাধিকার সোসাইটিকে।

    প্রধান অতিথি বিচারপতি মীর হাসমত আলীর হাত থেকে পুরস্কারটি আহাদ আহমেদের পক্ষে গ্রহণ করেন মো. সিহাব আহমেদ।

    উপস্থিত অতিথিরা বলেন, সমাজে ন্যায়, মানবতা ও সুবিচার প্রতিষ্ঠায় আহাদ আহমেদের কাজ তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

    পুরস্কারপ্রাপ্ত আহাদ আহমেদ অনুভূতি প্রকাশ করে বলেন, “এই স্বীকৃতি শুধু আমার নয়, এটি মানবতার জন্য কাজ করা প্রতিটি মানুষ ও সংগঠনের প্রাপ্তি। আমি বিশ্বাস করি, সুশাসন ও মানবাধিকারের বাস্তবায়নে প্রতিটি নাগরিকের দায়িত্ব আছে। এই সম্মাননা আমাকে আরও দায়িত্ববান করেছে মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমি কৃতজ্ঞ জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর প্রতি, যারা আমার কাজকে মর্যাদা দিয়েছে।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031