• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মানবসেবায় কাজ করবে কাজী ফাউন্ডেশন: ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতৃবিন্দ 

     dailybangla 
    11th Jun 2025 7:50 pm  |  অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে ‘ঐতিহ্য,ঐক্য ও মানবতা’ এই স্লোগানে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন কাজী ফাউন্ডেশন-এর ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

    গত ১০ জুন (মঙ্গলবার) সকাল ১২টায় মোহনপুর পর্যটন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে কাজী ফাউন্ডেশনের সভাপতি কাজী সারওয়ার হাবিব ডালিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহনপুর পর্যটনের ব্যবস্থাপনা পরিচালক ও মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান।

    প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘মানবতার কল্যাণে কাজ করতে হলে দরকার একটি উদার মন ও দৃঢ় প্রতিজ্ঞা। কাজী ফাউন্ডেশন যে দায়িত্বশীলতার সাথে সমাজের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, সংগঠনটি ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে মানবসেবায় অগ্রণী ভূমিকা রাখবে। কাজী ফাউন্ডেশনের এমন উদ্যোগই বদলে দিতে পারে আমাদের সমাজকে।

    তিনি বলেন, কাজী ফাউন্ডেশন একটি পরিবার যারা সমাজ পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের লক্ষ্য শুধু ঈদের আনন্দ ভাগাভাগি নয়, বরং প্রতিদিনই মানুষের পাশে দাঁড়ানো। আমরা চাই কাজী ফাউন্ডেশন হোক অসহায়দের ভরসার নাম। এ ছাড়াও অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। তারা সমাজের প্রতিটি মানুষের বিপদ আপদে এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার করেন।

    দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাজী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, মোহনপুর পর্যটনের সিইউও ও দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদক কাজী আবু জাফর, কাজী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবুল হোসেন,উপদেষ্টা কাজী শাহজাহান,রাজিয়া বেগম, রেনু বেগম,কাজী হুমায়ুন,কাজী জীবন,কাজী আলমগীর,কাজী দুলাল, কাজী মাহফুজ, অ্যাডভোকেট কাজী রাশিদা আক্তার শাহিনা, কাজী জাকির, সহ-সভাপতি কাজী মনির ,কাজী মতিন, কাজী মানিক, কাজী আনোয়ার কাজী শীপন, কাজী সাত্তারসহ আরো অনেকে।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী হাসান। এরপর অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেওয়া হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031