মানবিক উদ্যোগে ফুলের হাসি ফাউন্ডেশন: শীতবস্ত্র পেল বয়স্ক শিক্ষার্থীরা
ফুলের হাসি স্কুলের বয়স্ক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রধান অতিথি জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী
হৃদয় খান: আজ ফুলের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে ফুলের হাসি স্কুলের বয়স্ক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষক সাবরিনা আফরোজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠক আরিফ আমান ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার তেরেসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মতিউর রহমান সৌরভ, হোপ রাইজ স্কুলের চেয়ারম্যান ফয়সাল মুন, সমাজকর্মী মো. কামাল হোসেন, বায়েজিদ ফরায়েজি। এছাড়াও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিক রফিকুল ইসলাম, নয়ন খান, সুমন চৌধুরী, মিম আক্তার, সুবর্ণা আক্তার, হৈমন্তীসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগে সমাজের বিত্তবান মানুষরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে কেউ আর অভাবে থাকবে না। ছোট ছোট কর্মসূচির মাধ্যমেই অনেক বড় মানবিক কাজ করা সম্ভব। আগামীর নতুন প্রজন্মকে যদি উদার, সৎ ও মানবিক হিসেবে গড়ে তোলা যায়, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।”
প্রধান আলোচক আরিফ আমান ভুইয়া বলেন, “প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের চলতে-ফিরতে প্রয়োজন হলেও নৈতিক, সামাজিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত না হলে সমাজ সংস্কারে তার প্রভাব পড়ে না। প্রতিটি পরিবার থেকেই মানবাধিকার নিশ্চিত করতে হবে। মানবিকতার প্রশ্নে সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান কামরুল কায়েসের পক্ষ থেকে সাবলম্বী প্রকল্প ও ক্ষুদ্র ব্যবসার জন্য কয়েকটি পরিবারকে সহায়তা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে তসলিম হাসান হৃদয় বলেন, “অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানাই। ফুলের হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরো মাসব্যাপী বিভিন্ন ধাপে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।”
তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, সহযোগী ও শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতের সকল মানবিক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।
বিআলো/তুরাগ



