মানিকগঞ্জে শুরু হলো ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২ এর প্রচারণা
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় শুরু হয়েছে ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২ এর আনুষ্ঠানিক ক্যাম্পেইন। তরুণ প্রজন্মকে কৃষির প্রতি আকৃষ্ট করা, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী কৃষি ধারণা প্রচার করা এবং শিক্ষার্থীদের কৃষি সম্পর্কে সচেতন করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রথম দিন শিবালয়ের উপজেলা কেন্দ্রীয় আব্দুল গনি সরকার উচ্চ বিদ্যালয় ও বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রচারণা এবং রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামীতে জেলার প্রতিটি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম বিস্তৃত করা হবে। এখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে মূল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে—
জুনিয়র ক্যাটাগরি: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান
সেকেন্ডারি ক্যাটাগরি: নবম ও দশম শ্রেণি বা সমমান
হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি: একাদশ-দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান
পুরস্কার ও সুবিধা
জাতীয় পর্যায়ে বিজয়ীদের জন্য রয়েছে ১০ লাখ টাকার গ্র্যান্ড ফান্ড, সার্টিফিকেট, কৃষি গবেষণা প্রতিষ্ঠান ভ্রমণের সুযোগ এবং রিফ্রেশমেন্ট ট্যুর।
চ্যাম্পিয়ন শিক্ষার্থী পাবেন ৫০ হাজার টাকা, একটি ল্যাপটপ, শিক্ষা সফরসহ বিভিন্ন পুরস্কার। রানার্স-আপদের জন্যও নগদ অর্থ, স্মার্ট ডিভাইস, শিক্ষা সফর এবং অন্যান্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে— “কৃষি আমাদের দেশের প্রাণ। তরুণদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের টেকসই কৃষি গড়ে তোলাই এই আয়োজনের লক্ষ্য।”
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে এগ্রিকালচারাল অলিম্পিয়াড তরুণদের মেধা বিকাশ, খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টি এবং আধুনিক কৃষি প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
বিআলো/তুরাগ