মানিকগঞ্জে শান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষে ওয়াই.পি.এ.জি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
dailybangla
25th Jun 2024 10:41 pm | অনলাইন সংস্করণ
সাইফুল ইসলাম,মানিকগঞ্জ : মানিকগঞ্জে শান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের মানিকগঞ্জ শাখার ত্রৈমাসিক সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বিকেলে মানিকগঞ্জের বেউথা পাড় রেস্টুরেন্টে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র পিস অ্যাম্বাসেডর ফারজানা জুবাইদি সিমকি।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এরিয়া কোঅর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম সভায় গ্রুপের প্রয়োজনীয়তা ও কার্যাবলি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সভায় ইয়ুথ গ্রুপের সদস্যবৃন্দ নিজ নিজ অভিব্যক্তি ব্যক্ত করেন। সভায় সকল সদস্যের অংশগ্রহণে আগামী তিন মাসে গ্রুপের উদ্যোগে উপজেলার শান্তি-সম্প্রীতি রক্ষায় বিভিন্ন প্রচারাভিযানমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। ইয়ুথ পিস কোঅর্ডিনেটর জেসিকা শেখ জেবা’র সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিস অ্যাম্বাসেডর হাসান সাঈদ, মোরশেদা হোসেন মিতু, পিএফজি কোঅর্ডিনেটর ইকবাল খান, সদস্য সাধন সূত্রধর, এরিয়া কোঅর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, ইয়ুথ পিস জয়েন্ট কোঅর্ডিনেটর আছিবুল ইসলাম খান ত্রয়োসহ ওয়াই.পি.এ.জি’র সদস্যবৃন্দ।