মানুষের ভণ্ডামিতে ক্লান্ত আঁখি আলমগীর, আবেগঘন স্ট্যাটাস
বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী আঁখি আলমগীর হঠাৎই সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তা শেয়ার করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। চারপাশের মানুষের ভণ্ডামি, কৃত্রিমতা ও মিথ্যা আচরণে নিজের বিরক্তি এবং ক্লান্তি প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন- এখন তার ইচ্ছে নীরব, স্বাধীন ও শান্তির জীবনে নিজেকে সঁপে দেওয়ার।
স্টেজ শো, প্লেব্যাক ও একক গান নিয়ে ব্যস্ত সময় পার করলেও সম্প্রতি নতুন গান ‘প্রেম বেপারি’ প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। তবুও শিল্পীর মন চান সরে গিয়ে অন্যরকম প্রশান্তি খুঁজতে।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, আশপাশের মানুষের নাটকীয়তা আর অভিনয় তাকে ভীষণ ক্লান্ত করে তুলেছে। অতিরিক্ত আত্মবিশ্বাসে অন্ধ হয়ে মানুষ কীভাবে গল্প ফাঁদে- তা দেখে তিনি বিস্মিত ও বিরক্ত।
তার ভাষায়, ‘‘ভণ্ডামি থেকে মুক্তি চাই। এই গন্ধ আর সহ্য হয় না। চাই নিরব, স্বাধীন ও শান্তিপূর্ণ জীবন।’’
একই সঙ্গে নিজের প্রতিও বিরক্তি প্রকাশ করে তিনি জানান, বয়স ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে লুকিয়ে থাকা হিংসা ও মিথ্যাকে এখন আরও স্পষ্টভাবে অনুভব করতে পারেন।
তার এই পোস্টে অনেকেই মন্তব্য করছেন- এটি তার মানসিক ক্লান্তি ও অন্তর্গত শান্তির তীব্র আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। যদিও বিষয়টি নিয়ে গায়িকা এখনো কোনো ব্যাখ্যা দেননি।
স্ট্যাটাসের শেষ লাইনে আঁখি লেখেন, ‘‘বিশ্বাস করো, তোমার কল্পনার চেয়েও বেশি পাওয়ার যোগ্য আমি।’’
বিআলো/শিলি



