মানুষ ভোট দিতে চায়, দলীয় ঐক্যের আহ্বান মোস্তফা জামানের
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, জনগণ এ ভোটাধিকার ফিরে পেতে চায়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
রবিবার (২৯ জুন) পল্লবী থানা ও রূপনগর থানা বিএনপির উদ্যোগে সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল। দলে ঐক্য গড়ে তুলতে হবে। বিএনপি কখনোই অন্যায়, বিশৃঙ্খলা বা চাঁদাবাজিকে প্রশ্রয় দেয় না।”
তিনি বলেন, “আওয়ামী লীগে থেকে যারা অন্যায় সুবিধা নিয়েছে, তাদের বিএনপিতে স্থান দেওয়া যাবে না। দলে আসতে হলে ত্যাগ ও সততার প্রমাণ রাখতে হবে।”
মোস্তফা জামান তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দলকে গড়তে হলে বিশ্বাস, আস্থা ও আদর্শ ধারণ করতে হবে। সবাই মিলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। মহানগর উত্তর বিএনপি ও বিভিন্ন থানা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ