মামলায় হাজিরা শেষে ভি চিহ্ন দেখালেন পলক
নিজস্ব প্রতিবেদক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় হাজিরা শেষে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দুই আঙুল উঁচিয়ে ভি চিহ্ন দেখান।
সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালতে মামলার শুনানির দিন ধার্য ছিল। হাজিরা শেষে তাকে হাজতখানা থেকে প্রিজন ভ্যানে তোলা হলে লোহার গ্রিলের ফাঁক দিয়ে তর্জনী ও মধ্যমা আঙুল উঁচিয়ে ভি চিহ্ন দেখান পলক। পরে তাকে কারাগারের উদ্দেশ্যে রওনা করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জুনাইদ আহমেদ পলক অবৈধভাবে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৪২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এছাড়া নিজের নামে ২৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা এবং ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা উত্তোলন করে অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির অভিযোগও আনা হয়েছে।
মামলাটি ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান দায়ের করেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার প্রাসঙ্গিক অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
বিআলো/এফএইচএস