• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মামলা-জরিমানা প্রত্যাহারের দাবিতে সিএনজি চালকদের সড়ক অবরোধ 

     dailybangla 
    13th Feb 2025 6:23 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে মামলা ও জরিমানা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করেছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা।

    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শতাধিক সিএনজি অটোরিকশাচালক রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে টেকনিক্যাল কলেজ মোড় অবরোধ করে রাখেন।

    শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আযম জানান, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ১০০ থেকে ১০৫ জনের মতো সিএনজিচালক সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে টেকনিক্যাল মোড় অবরোধ করেন। এ সময় তারা বাধ্যতামূলকভাবে মিটারে যাত্রী নিয়ে চলাচলের বিরোধিতা করে স্লোগান দেন। তবে ১০টা ৫ মিনিটে সময় তারা সড়ক ছেড়ে দেন।

    এর আগে গত ১০ ফেব্রুয়ারি সিএনজি ও পেট্রোলচালিত অটোরিকশাকে মিটারে যাত্রী বহনের নির্দেশনা দিয়ে চিঠি ইস্যু করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

    বিআরটিএর পরিচালক (প্রকৌশল) শিতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আইন লঙ্ঘনকারীদের সর্বোচ্চ ৫০,০০০ টাকা জরিমানা বা ছয় মাসের কারাদণ্ড দেয়া হবে।

    চিঠিতে আরও বলা হয়েছে, যেসব ক্ষেত্রে চালকরা সরকার নির্ধারিত মিটার ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেন, তাদের বিরুদ্ধে বিআরটিএ-র নির্দেশনা অনুযায়ী মামলা করা হবে।

    নাম প্রকাশ না করার শর্তে বিআরটিএ-র এক কর্মকর্তা বলেন, “বর্তমান আইনে শাস্তির বিধান আগে থেকেই রয়েছে। তবে দীর্ঘদিন ধরে তা কঠোরভাবে প্রয়োগ না হওয়ায় আমরা অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পাচ্ছি। তাই এটি আরও জোরদার করতে পুলিশকে চিঠি দেয়া হয়েছে।”

    সরকারি নীতিমালা অনুযায়ী সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা হলেও মালিকরা ১১০০-১২০০ টাকা নিচ্ছেন। আইনে শিফটিং পদ্ধতি না থাকলেও মালিকরা দুই-তিন শিফট চালিয়ে ১৬০০-১৮০০ টাকা আদায় করছেন। কোনো শ্রমিক আপত্তি জানালে চাবি রেখে দেয়া বা চাকরি হারানো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930