মায়ের অসুস্থতায় দেরি, এবার ফলাফলেও ব্যর্থ আনিসা আহমেদ
নিজস্ব প্রতিবেদক: মায়ের অসুস্থতার কারণে পরীক্ষাকেন্দ্রে দেরিতে পৌঁছানোয় প্রথম দিনের পরীক্ষা দিতে না পারা সেই আনিসা আহমেদের এইচএসসি পরীক্ষার ফল অবশেষে প্রকাশিত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, তিনি এবার অকৃতকার্য হয়েছেন। বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে তিনি ফেল করেছেন বলে নিশ্চিত করেছে তার শিক্ষা প্রতিষ্ঠান।
আনিসা ঢাকা বোর্ডের অধীনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ জুন এইচএসসি পরীক্ষার প্রথম দিন আনিসা মায়ের অসুস্থতার কারণে দেরিতে কেন্দ্রে পৌঁছান। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় দায়িত্বপ্রাপ্তরা তাকে পরীক্ষায় অংশ নিতে দেননি। কান্নায় ভেঙে পড়া আনিসার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনাটি মানবিক সহানুভূতি ও প্রশাসনিক নিয়মের ভারসাম্য নিয়ে বিতর্ক তোলে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন- ‘আইন কি মানবিকতার ঊর্ধ্বে?’ পরে বিষয়টি অন্তর্বর্তী সরকারের নজরেও আসে এবং শিক্ষা উপদেষ্টা জানান, আনিসার ঘটনাকে বিশেষভাবে বিবেচনা করা হবে।
তবে সব আলোচনার পরও ফলাফলে ভাগ্য ফেরেনি আনিসার; এবার তিনি ফেল করেছেন।
বিআলো/শিলি