মায়ের জানাজায় ঋণ পরিশোধ ও ক্ষমা প্রার্থনার আহ্বান তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক: মায়ের জানাজায় আবেগঘন কণ্ঠে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক প্রসঙ্গ এড়িয়ে একজন সন্তানের দায়বদ্ধতার কথাই তুলে ধরেন তিনি।
মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা শুরুর আগে বক্তব্যে তারেক রহমান বলেন, তার মা জীবিত অবস্থায় কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকলে তা জানাতে। তিনি নিজ দায়িত্বে সেই ঋণ পরিশোধের আশ্বাস দেন। একই সঙ্গে খালেদা জিয়ার কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে মরহুমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন।
তিনি সবার কাছে দোয়া চান, যেন আল্লাহ তায়ালা তার মাকে জান্নাত নসিব করেন। লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই জানাজায় শাহবাগ থেকে মোহাম্মদপুর পর্যন্ত এলাকায় জনসমুদ্রের সৃষ্টি হয়। ইমামতি করেন জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।
আপনি চাইলে এগুলো আরও সংক্ষিপ্ত, আরও আবেগী বা একেবারে হার্ড নিউজ স্টাইলে ঠিক করে দিতে পারি।
বিআলো/শিলি



